
দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার গুইমারা রামসু বাজারের সহিংসতার ঘটনায় নিহত এবং আহত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৭ লাখ ৩৫ হাজার টাকার চেক হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের পূনর্বাসন কার্যক্রমের আওতায় গত ২৮ সেপ্টেম্বরে সাম্প্রদায়িক সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এছাড়া গুইমারা উপজেলার বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা রামসু বাজারের সহিংসতার ঘটনা অনাঙ্ক্ষিত উল্লেখ করে আগামীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং আগেরমত সম্প্রীতি বজায় রেখে চলার আহবান জানান।
পরে নিহত ৩ জনের পরিবারকে ২ লাখ টাকা করে এবং আহত ১৩ জনকে ১৫ হাজার টাকা করে এবং আগুনে পুড় ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ীর মালিক ৯৭ জনকে ২০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে।