গুইমারার পথাছড়ায় ধানের শীষ প্রতিকে গণসংযোগ করেছে উপজেলা শ্রমিকদল

দিদারুল হৃদয়, গুইমারা, খাগড়াছড়ি
তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়ন এবং বিএনপির পক্ষে ধানের শীষে ভোট চেয়ে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পথাছড়া পাহাড়ী পাড়ায় গণসংযোগ করেছে গুইমারা উপজেলা শ্রমিকদল।

২৮ অক্টোবর বিকাল ৪:০০ টায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার দিকনির্দেশনায় গণসংযোগে অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম ও গুইমারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম। সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক দিদারুল হৃদয়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ হাছান, সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান, ছাড়া ও শ্রমিকদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

এসময় বক্তারা খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার দিকনির্দেশনায় আগামি নির্বাচনে সবাই যেন নির্ভয়ে বিএনপি প্রতিক ধানের শীষে ভোট দিতে পারে সবাইকে সে ব্যাপারে সচেষ্ট থাকার অনুরোধ করেন এবং খাগড়াছড়ির গুইমারায় পূর্বের ন্যায় সবাই যেন সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ থাকে সে ব্যাপারে ও সচেষ্ট থাকতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।