দীঘিনালায় প্রাথমিক পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলার পোমাংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসকল প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা বোয়ালখালী ইউনিয়ন ক্লাস্টারের আহ্বায়ক রাঙ্গা মারমা।

এ সময় অন্যদের মধ্যে দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা, পোমাং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রদ্যোৎ নারায়ণ ত্রিপুরা, কাঁঠালতলী আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয় হৃদিপট চাকমা, কামাক্যা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত চাকমা, চাপ্পাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সঞ্জিতা চাকমা, মানিকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোমেশ খাঁন ও প্রতিভা ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় বোয়ালখালী ইউনিয়ন ক্লাস্টারের ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আউটডোরে হাই জাম্প, লং জাম্প, ১০০ মিটার দৌড়, অংক দৌড়, ভারসাম্য দৌড় ও ইনডোরে সাংস্কৃতিক প্রতিযোগিতা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা সহ ৫৪ টি বিভাগে প্রতিযোগিতায় আয়োজন করা হয়।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এর ইউনিয়ন পর্যায়ের ৫৪টি বিভাগের বিজয়ীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।