
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
“দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই” — এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুল অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার, যার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি, নৈতিকতা ও সততা চর্চায় উদ্বুদ্ধ করা।
দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার দুইটি বিভাগে — রচনা ও কুইজ প্রতিযোগিতা — শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী চেতনা, নৈতিক মূল্যবোধ এবং সমাজে সততার ভূমিকা তুলে ধরেন।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হাসান মারুফ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক এস. এম. ইলিয়াস আজম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তৃণা চাকমা, এবং আরও অনেকে।
প্রধান অতিথি’র বক্তব্যে এডিএম হাসান মারুফ বলেন, “দুর্নীতি প্রতিরোধ শুধু আইন দিয়ে সম্ভব নয়, প্রয়োজন সামাজিক ও নৈতিক শিক্ষা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সৎ ও স্বচ্ছ বাংলাদেশের নির্মাতা। তাই সততা চর্চার অভ্যাস তাদের ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবার ও বিদ্যালয় একসাথে কাজ করলে দুর্নীতির বিরুদ্ধে সমাজে শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
পুরস্কার গ্রহণ শেষে বিজয়ী শিক্ষার্থীরা জানান, এই প্রতিযোগিতা তাদের মধ্যে নতুনভাবে সততা ও নৈতিকতার চেতনা জাগিয়ে তুলেছে।
একজন শিক্ষার্থী বলেন, “আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে কাউকে ঘুষ দিতে হবে না, মিথ্যা বলতে হবে না — সবাই নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করবে।”