পিআরসহ ৫ দফা দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশন খাগড়াছড়ি জেলা শাখা

খাগড়াছড়ি প্রতিনিধি::
পিআরসহ ৫ দফা দাবীতে চলমান যুগপৎ আন্দোলনের ২য় দফার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশন খাগড়াছড়ি জেলা শাখা।

আজ ১২ অক্টোবর সকালে, খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মারুফ হাসান এর হাতে তুলে দেন নেতৃবৃন্দ।

আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন,সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি আসনের এমপি পদপ্রার্থী কাউছার আজিজী’র নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেন।

এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর শাখার সাধারণ সম্পাদক ওমর হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ।