প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে খাগড়াছড়ি ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি গেইটের সামনে সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন। পারভেজের ওপর হামলা ছিল পূর্ব-পরিকল্পিত। তুচ্ছ একটি ঘটনার জেরে একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা।

খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশিকুর রহমান আশিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন। আরো বক্তব্যে রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ছাত্রদল নুরশাদ হোসেন বাপ্পি, সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দে, বাচ্চু আহমেদ,সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা, দপ্তর সম্পাদক বাপ্পি দাশ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, জেলা ছাত্রদল নেতা আরিফ মোহাম্মদ জাহিদ, সদর পৌর ছাত্রদলের আহ্বায়ক নাইম ইসলাম, সদস্য সচিব মমিনুল ইসলাম, সরকারি কলেজের শিক্ষার্থী জাকির হোসেন জিকু, মো: মাসুদ, মো: রফিক, মো: জিসান প্রমুখ।

মানববন্ধনে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক ছাত্রদলের নেতৃবৃন্দরা কালো ব্যাচ ধারণ করেন।