দীপক সেন, স্টাপ রিপোটার।।
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়া নিয়ে এগিয়ে চল” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় জমজমাট অনুষ্ঠান মালা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ শে জানুয়ারি (সোমবার) দুপুর ২ ঘটিকার সময় মহালছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াদুদ ফাউন্ডেশন, মহালছড়ি এর আয়োজনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজক কমিটির আহবায়ক মো, আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম এন আবছার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মংসুইথোয়া চৌধুরী, সহ সভাপতি জেলা বিএনপি, ক্ষেত্র মোহন রোয়াজা, সহ সভাপতি, জেলা বিএনপি, মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি, মাহবুব আলম সবুজ, যুব বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি। এছাড়াও মহালছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে মহালছড়ি শিল্পকলা শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।
উদ্বোধনী খেলায় অংশ করে মহালছড়ি সদর উপজেলার অংম্রা বাজি স্পোর্টিং ক্লাব বনাম লেমুছড়ি পটপট্টা ক্লাব । অংম্রাবাজি স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়ী হয়। খেলার ম্যান অব ম্যাচের খেতাব অর্জন করেন অংম্রাবাজি স্পোর্টিং ক্লাবের উসুইচিং মারমা।
এই টুর্নামেন্টে মহালছড়ির ১২টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে জানায় আয়োজক কমিটি ও সংশ্লিষ্টরা।
আজকের খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র নিখিল দে এবং সহকারী রেফারির দায়িত্বে ছিলেন প্রদীপ ত্রিপুরা ও কেরু মারমা।