মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মাটিরাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমানের সঙ্গে মাটিরাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ ছাড়াও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া, সহ-সভাপতি সাগর চক্রবর্তী কমল, সহ-সভাপতি মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, অর্থ সম্পাদক ছোটন চৌধুরী, প্রচার সম্পাদক কমল কৃষ্ণ দে, সদস্য আবু রাসেল সুমন এবং সদস্য মো. নুরনবী (অন্তর মাহমুদ) প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, “সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক দিক তুলে ধরে এবং অসঙ্গতিও প্রকাশ করেন। প্রশাসন ও সাংবাদিকরা পরিপূরক। সাংবাদিকরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে। সাংবাদিকরা অতীতের ন্যায় গঠনমূলক ও ইতিবাচক সংবাদের মাধ্যমে মাটিরাঙ্গার উন্নয়ন ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

এর আগে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।