মাটিরাঙ্গা সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদান

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।।
আসন্ন ঈদ ও বৈসাবি উৎসব উপলক্ষ্যে গুইমারা রিজিয়নের  মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক পাহাড়ী, বাঙালি, দুঃস্থ নারী ও পুরুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। 

সোমবার ৮ এপ্রিল সকালের দিকে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে অত্র অঞ্চলের প্রায় ২০০ জন জনসাধারণের মাঝে ঈদ ও বৈসাবি উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা সামগ্রী, পাহাড়ী, বাঙালি, দুঃস্থ নারী পুরষের মাঝে শাড়ি, পাঞ্জাবী এবং পাহাড়ী পোশাক, ১০টি পরিবারকে সোলার প্যানেল, ০৫টি পরিবারকে সেলাই মেশিন, ১০টি পরিবারের মাঝে ১০ বান ডেউটিন এবং ০৮ জন অসহায় ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান সহ ০২ টি এতিমখানায় ১০টি ফ্যান প্রদান করা হয়েছে। 

এছাড়াও, ৫শতাধিক জনসাধারণের মাঝে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। 

মানবিক সহায়তা প্রদান কর্মসূচীতে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং মাটিরাঙ্গা জোন কমান্ডার লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি উপস্থিত ছিলেন। 

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তেমনিভাবে মানুষের একমাত্র সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষ্যতেও এই ধারা অব্যহত রাখবে। 

চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  ডা: শামিলাহ আজমাত বেসরকারী দন্ত চিকিৎসক কাজী সালাউদ্দিন (শাকিল) সেবা প্রদান করেন।