মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত 

।। মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। 

দিনটিকে ঘিরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী সহ নানা কর্মসূচীর আয়োজন করেছে উপজেলা প্রশাসন। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্বভাবে দিবসটির তাৎপর্যের সাথে সঙ্গতি রেখে নানা অনুষ্ঠান আয়োজন করার নির্দেশনা দেয়া হয়েছে। 

রোববার ১৭ ই মার্চ সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সম্মুখস্থানে স্থাপিত ফ্রিডম স্কোয়ারে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার ডেজী চক্রবর্তী তাঁর পদস্থ সকল পদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একই সময়ে মাটিরাঙ্গা উপজলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন তিনি। এর পর পরই শ্রদ্ধানিবেদন করতে জনসাধারনের জন্য স্থানটি উন্মুক্ত করে দেয়া হয়। 

একই সময়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে  আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মিজ ডেজী চক্রবর্তীর  সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। 

বিশেষ অতিথী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুবাস চাকমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার প্রমুখ বক্তব্য দেন। 

জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হত না মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  বঞ্চিত বাঙ্গালিকে মুক্তির পথ দেখিয়েছেন। জাতির পিতার কন্যার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।

পরে ১৭ মার্চ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সকল পদস্থ কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা সহ অনেকে উপস্থিত ছিলেন।