মাটিরাঙ্গায় ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় পৌছায় ১৯ কার্টুন দুম্বার মাংস

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে সৌদি আরব সরকারের উপহার হিসেবে প্রাপ্ত ১৯ কার্টুন দুম্বার মাংস বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ মাংস বিতরণ অনুষ্ঠিত হয়। পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নের ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় এসব দুম্বার মাংস প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালকদের হাতে দুম্বার মাংস তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, “সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুঃস্থ ও এতিমদের। সেই লক্ষ্যে ১৯ কার্টুন দুম্বার মাংস মাটিরাঙ্গা উপজেলার ২৩টি মাদ্রাসা ও এতিমখানায় আনুপাতিকভাবে বিতরণ করা হয়েছে। যারা প্রকৃত হকদার, তাদের হাতে যেন সঠিকভাবে পৌঁছায়, সেই দায়িত্ব নিশ্চিত করতে নিজ হাতে বণ্টন করেছি।”