

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:
মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মাটিরাঙ্গায় থাকা পাঁচজন মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষকে ঢাকার মিরপুর শাহ আলী সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা থানার এএসআই মো. আক্তার হোসেনের নেতৃত্বে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। এর আগে যুব রেড ক্রিসেন্ট ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা বলেন, “সমাজসেবা কার্যালয়, স্থানীয় সচেতন মহল ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজলের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করা এসব নারী-পুরুষকে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো সম্ভব হয়েছে।”