মানিকছড়ির যোগ্যছলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

প্রতিনিধি, মানিকছড়ি।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছলা হাইস্কুল মাঠে টি-টুয়েন্টি ক্রিকেট খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার বিকাল তিনটায় যোগ্যাছোলা হাইস্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। কালাপানি স্কুল পাড়া  ক্লাবকে হারিয়ে ফকির টিলা টাইগার একাদশ চ্যাম্পিয়ন  হয় ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, এসময় ইউপি মেম্বারগণ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।