
মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়(খাগড়াছড়ি)
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অবৈধভাবে ইন্টারনেট ব্যবহার ও VOIP (Voice Over Internet Protocol) ব্যবসা পরিচালনার অভিযোগে দুই চীনা নাগরিকসহ তিনজনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও পুলিশের যৌথ অভিযানে রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
অভিযান পরিচালনা সূত্রে জানা যায়, রামগড় বাজারে অবস্থিত খান শপিং কমপ্লেক্সের চতুর্থ তলার একটি আবাসিক কক্ষে সিম বক্সসহ বিভিন্ন নেটওয়ার্ক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে অবৈধ VOIP ব্যবসা পরিচালনার প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন— জিয়াং চেংতং (৩৩), পাসপোর্ট নং- EK1378738 (চীনা নাগরিক), টাং তংউ (৩২), পাসপোর্ট নং- EH2768724 (চীনা নাগরিক) মোঃ আসিফ উদ্দিন (২৫), বোয়ালখালী, চট্টগ্রাম। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধারকৃত সরঞ্জাম হচ্ছে পাঁচটি ৩২ পোর্ট সিমবক্স, একটি ২৫৬ পোর্ট সিমবক্স, ছয়টি MSR716 কানেকশন প্যানেল, ছয়টি পাওয়ার প্যানেল, ১৬০টি অ্যান্টেনা, সাতটি পাওয়ার অ্যাডাপ্টার, একটি NVR, একটি ৮ পোর্ট POE সুইচ, একটি V.SOL ONU, একটি ওয়াইফাই রাউটারসহ বিভিন্ন ইথারনেট ও USB ক্যাবল এবং মাল্টিপ্লাগ উদ্ধার করা হয়।
রামগড় থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিরা চট্টগ্রাম মহানগরীর উত্তর খুলশী এলাকার একটি ফ্ল্যাটে বসবাস করে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছিল। আটক বাংলাদেশি সহযোগী মোঃ আসিফ উদ্দিন বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী এলাকার বাসিন্দা।
বিটিআরসির এনফোর্সমেন্ট ও ইন্সপেকশন ডিরেক্টরেটের উপ-সহকারী পরিচালক মো.মোশারফ হোসেন বাদী হয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) এর ৩৫(২)/৫৫(৭)/৫৭(৩)/৭৪ ধারায় মামলা দায়ের করেন। পরে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।
রামগড় থানার (ওসি) মো.মঈন উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চীনা দুই নাগরিক ও তাঁদের সহযোগীকে আটক করা হয়েছে। তারা অবৈধ ইন্টারনেট অবকাঠামো স্থাপন করে ব্যবসা পরিচালনার চেষ্টা করছিল।