রামগড়ে ঈদ উপহার বিতরণ করলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা

মো. শাহেদ হোসেন রানা,রামগড় (খাগড়াছড়ি)
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে রামগড়ে জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

রবিবার দুপুর (১২টায়) রামগড় উপজেলা সম্মেলন কক্ষে দুই শতাধিক দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নিটল চাকমা, রামগড় প্রেসক্লাবের সভাপতি মো.নিজাম উদ্দিন লাভলু, সহ-সভাপতি শুভাশিষ দাস, সহ-সভাপতি মো.বাহার উদ্দিন, রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.জসিম উদ্দিন ও যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আবু বকর সহ ছাত্র প্রতিনিধিগন এবং যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে সামান্য উপহার বিতরণ করেছি। যাতে করে দুস্থ্য, অসহায় ও তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ কিছুটা হলেও ঈদ আনন্দে সহযোগিতা পায়।