রামগড়ে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.আনোয়ার সাদাত এর সঙ্গে রামগড় উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন রামগড় উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামগড় সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শওকত আলম, রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি’র সহকারি পরিচালক শামসুল হক, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.অহিদুর রহমান নুরী, রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মো.আবুল কালাম, রামগড় প্রেস ক্লাবের সভাপতি মো.নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দিন, এনসিপির রামগড় উপজেলা শাখার সমন্বয়ক মাওলানা হারুনুর রশিদ প্রমূখ।
বক্তারা তাঁদের বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভার আগে প্রধান অতিথি পাতাছড়া ইউনিয়নের রসুলপুর এলাকায় জুলাই গনঅভ্যুত্থানে নিহত শহীদ মজিদের কবর জিয়ারত করেন। এবং মজিদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।