রামগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়: পার্বত্য খাগড়াছড়ির রামগড় পৌরসভার ০৮নং ওয়ার্ড় বাগান টিলা এলাকায় মো.শহিদুল ইসলাম ফরহাদ (১১) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শহিদুল ইসলাম বাগান টিলা এলাকার স্থানীয় বাসিন্দা মো.আবুল বাসারের ছেলে। আজ মঙ্গলবার সকাল ১১টায় রামগড় পৌরসভার বাগান টিলা এলাকায় মাটি কাঁটা বিশাল গর্তে জমে থাকা পানিতে ডুবে শহিদুল ইসলামের মৃত্যু হয়।

পানিতে পড়ে ডুবে যাওয়ার খবর পেয়ে শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, শিশু মৃত্যুর ঘটনা খুবই দুঃখ জনক এখন পর্যন্ত আমাকে কেউ জানাই নাই।