রামগড়ে বিনাধান-১৭ সঙ্গে ব্রি ধান-৭৫ এর প্রয়োগিক পরীক্ষণে মাঠ দিবস অনুষ্ঠিত

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে বিনাধান-১৭ এর সঙ্গে ব্রি-ধান- ৭৫এর প্রয়োগিক পরীক্ষণ মূল্যায়নে প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় “বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প” এর অর্থায়নে এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা)র উপকেন্দ্র খাগড়াছড়ির আয়োজনে ও রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনাধান ১৭ এর সাথে ব্রি ধান- ৭৫ ধানের প্রয়োগিক পরীক্ষণ মূল্যায়ন প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বিনা উপকেন্দ্র খাগড়াছড়ি জেলার বৈজ্ঞানিক কর্মকর্তা অং সিং হ্লা মারমা এর সঞ্চালনায় ও বিনা উপকেন্দ্র খাগড়াছড়ির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রিগ্যান গুপ্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগড় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ শাহ মুহম্মদ শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.কে.এম গোলাম সাকলাইন প্রমূখ। অতিথিরা তাঁদের বক্তব্যে বিনাধান ১৭ এর সাথে ব্রি ধান- ৭৫ এর প্রয়োগিক চাষাবাদ সম্প্রসারণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় স্থানীয় কৃষকদের মাঝে তুলে ধরেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগন সহ শতাধিক কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিলেন।