রামগড়ে ৪ ইট ভাটায় অভিযান; ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়(খাগড়াছড়ি): পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার দাঁতারাম পাড়ায় চারটি ইটভাটায় অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে চারটি ইট ভাটা থেকে ৪ হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, উপজেলার চারটি ইটভাটায় মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয়েছে। ৪টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা অনুযায়ী ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ কিন্তু এই ধারা মোবাইল কোর্ট আইনের তফসিলভূক্ত নয়, তাই নিয়মিত মামলা দায়ের করার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।

এসময় আরও উপস্থিত ছিলেন রামগড় বন বিভাগের কর্মকর্তা মো.রোকুনোজ্জামান সহ রামগড় থানা পুলিশের একটি ফোর্স।