
মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি)।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে ৬শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এনাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
আজ রোববার (১৪ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে শনিবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের সময় রামগড় পৌরসভার ২নং ওর্য়াড় সুকেন্দ্রাই পাড়া লেক পাড়ের সামনে সাদা ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ৬শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এনাম পাশ্ববর্তী ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ২নং দাঁতমারা ইউপির কাঞ্চনা গ্রামের মো.মকবুল আহাম্মদের ছেলে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুকেন্দ্রাই পাড়া লেকের পাড়ে সাদা ব্রিজের উপর রামগড় থানার এসআই (নিরস্ত্র) মহসিন মোস্তফার নেতৃত্বে স্বর্গীয় ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৬শত ইয়াবাসহ আসামি এনামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধনী/২০২০) ৩৬(১) সারণীতে ১০(ক)/৪১ ধারা মামলা রুজু করা হয়। রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।