

রামু প্রতিনিধি
কক্সবাজারের রামুতে প্রাচীন বৌদ্ধ শ্মশানের সামনে মাংস, মুরগীর দোকান ও কাঁচাবাজারের উচ্ছিষ্টসহ ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্টের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে রামু চৌমুহনী প্রাচীন বৌদ্ধ শ্মশান পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় নেতা দুলাল বড়ুয়া।
সমাবেশে বক্তারা বলেন, ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত রামু চৌমুহনীর এ প্রাচীন বৌদ্ধ শ্মশান বছরের পর বছর ধরে আশপাশের ব্যবসায়ীদের বর্জ্যে পরিবেশ দূষণের শিকার হচ্ছে। একাধিকবার প্রশাসন ও চৌমুহনী বণিক সমিতির উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো হলেও কয়েকদিনের মধ্যেই আবারো ময়লা ফেলা শুরু হয়। এতে মৃতদেহ দাহ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।
তারা অভিযোগ করেন, শ্মশানের পবিত্রতা নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধে আরাকান সড়কের পথচারীরা নাক চেপে চলতে বাধ্য হচ্ছেন। কাঁচাবাজারে আসা ক্রেতারাও দুর্ভোগের শিকার হচ্ছেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম সওদাগর, ন্যাপ নেতা শামীম আহসান ভুলু, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদস্য বিপুল বড়ুয়া আব্বু, সাবেক ইউপি সদস্য লিটন বড়ুয়া, স্থানীয় বৌদ্ধ নেতা তাতু বড়ুয়া, বিমল বড়ুয়া, ফুটবলার সুহাস বড়ুয়া, এনজিও কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া, আয়োজক কমিটির সদস্য লিটন বড়ুয়াসহ বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা আরও বলেন, মানববন্ধনের পর উপজেলা ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হবে। প্রশাসন অবিলম্বে উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম বলেন- শ্মশানের পবিত্রতা রক্ষায় শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।