সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন ও শতভাগ পদোন্নতির দাবিতে খাগড়াছড়িতে স্বারকলিপি প্রদান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি বাস্তবায়ন এবং অর্থ মন্ত্রণালয়ের দেওয়া পূর্ববর্তী প্রতিশ্রুতি দ্রুত কার্যকর করার দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।

বুধবার (০৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার বরবারঅতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা এই স্বারকলিপি প্রদান করেন।

স্বারকলিপিতে বলা হয়, সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কার্যকর করা জরুরি। পাশাপাশি চাকরিতে ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূরীকরণে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া “প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ” ঘোষিত কলম সমর্পণ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদান, নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, পূর্ণ পেনশন প্রদানসহ তিন দফা দাবি তুলে ধরা হয়।

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির জেলা শাখা’র আহ্বায়ক মুহাম্মদ আশেম আলী, সদস্য সচিব মো. নূরে আলম, রীনা দেওয়ান, মামুন মিয়া, ডায়না চাকমা, প্রমিত চাকমা, রিনু চাকমা, আখতার হোসেন ও মিহিন উদ্দীনসহ আরও অনেকে।

শিক্ষক প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং প্রাথমিক শিক্ষা আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।