সেনাবাহিনী কর্তৃক নির্মিত বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আবাসন প্রকল্পের আওতায় ঘর হস্তান্তর

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি: দেশের চারটি জেলার বন্যাকবলিত মানুষের মধ্যে ৩’শ টি ঘর বিতরণ করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

৩০ এপ্রিল বুধবার দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মাণ করা ফেনীতে ১১৯টি, নোয়াখালীতে ৯০টি, কুমিল্লায় ৭০টি ও চট্টগ্রামে ৩০টি ঘর বিতরণ করা হয়।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকেরা সুবিধাভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করেন। বাংলাদেশশ সেনাবাহিনী এ প্রকল্প বাস্তবায়ন করেছে। চট্টগ্রামের ফটিকছড়িতে ঘর গুলো নির্মাণ করেছেন গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন ৩২ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা।

বরাদ্দ টাকার অর্ধেক দিয়ে সুষ্ঠুভাবে প্রকল্প শেষ করার জন্য প্রকল্পের সঙ্গে যুক্ত সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বক্তব্য দেন।

চট্টগ্রাম বিভাগের সুবিধাবীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে: কর্নেন আজুল ইসলামসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।