স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মহালছড়িতে অংশীজন সভা অনুষ্ঠিত

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:
“স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয়” শীর্ষক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মাথুরা বিকাশ ত্রিপুরা, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ও মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল চৌধুরী ও সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প কর্মকর্তা (পিও) বিদ্যুৎ জ্যোতি চাকমা এবং সার্বিক বাস্তবায়নে সহযোগিতা করেন পূর্ণ বিকাশ ত্রিপুরা।

বক্তারা বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে জনসম্পৃক্ততা, তথ্যভিত্তিক পরিকল্পনা এবং সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। তারা স্থানীয় স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে হাসপাতালের সেবা আরও গতিশীল করার আহ্বান জানান।

বাংলাদেশ হেলথ ওয়াচ, জাবারাং কল্যান সমিতির সহযোগিতায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী,ব্যবসায়ী,সমাজকর্মী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।