
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার  ইসলামপুর এক নম্বর ওয়ার্ড গোদারপাড় এলাকায় গত  ২৭এপ্রিল মধ্যরাতে দিদারুল আলম মালিকানাধীন ১০ হাজারের একটি ব্রয়লার মুরগির খামারে দুর্বৃত্তদের  আগুনে পুড়ে যায়।
গত ২৭শে এপ্রিল সোমবার আনুমানিক ৩টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এতে খামারে থাকা ১০টি সিসি ক্যামেরা মনিটরসহ বিভিন্ন ডকুমেন্ট ও অবকাঠামো পুড়ে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান। এ বিষয়ে ভুক্তভোগী খামার মালিক দিদারুল আলম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
খামার মালিক দিদারুল আলম বলেন, সোমবার রাত ৯টার দিকে খামার থেকে বাসায় যাই। এর পর ৩টার দিকে আগুন জ্বলতে দেখেন পার্শ্ববর্তী এলাকাবাসী, তারা আমাকে কল দিয়ে আগুন লাগার বিষয়টি জানান,তৎক্ষণিক আমি ৯৯৯ নাম্বারে কল দিয়ে পার্শবর্তী কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসকে অবগত করি।
কাউখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আশপাশের লোকজন এগিয়ে আসেন। পাশের ইছামতি নদীর পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ফার্মের সবকিছু পুড়ে ছায় হয়ে যায়।
ভুক্তভোগী দিদারুল আলম বলেন,এই ঘটনা পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরেই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে, আমার স্বপ্ন পুড়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক মোঃ মিজান বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
                             
               
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                 
                 
                 
                 
                 
                 
                