রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ 

মোঃ ইউসুফ রাঙ্গুনিয়া
‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় রাণিরহাট বাজার সিএনজি স্টেশন চত্বরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা। উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার।

‎১নং রাজানগর ইউনিয়ন যুবদল সভাপতি আবু মনছুর তালুকদারের সভাপতিত্বে উত্তরজেলা ছাত্রদল যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় ‎বক্তব্য রাখেন জিয়ামঞ্চের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ফারুকী, উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউছুফ কামাল তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ রকিবুল হাছান মাসুদ, মাষ্টার কামাল উদ্দীন, এ.বি.এম সাইফুদ্দীন তালুকদার, জিয়ামঞ্চের উপজেলা সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ,রানিরহাট ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল মান্নান রনি,উত্তরজেলা যুবদলের সহ সভাপতি নাছের উদ্দিন সিরাজুল ইসলাম চৌধুরী,মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিয়ার মাহমুদ চৌধুরী,যুগ্ন আহবায়ক এমরুল হাছান চৌধুরী,নাছির উদ্দিন নসু,জিএস হেলাল উদ্দিন, নাজিম উদ্দিন,নেজাম উদ্দিন,জিয়ামঞ্চ উত্তরজেলা নেতা কাজী মহিউদ্দিন, এবিএম সাইফুদ্দীন, মঞ্জুরুল ইসলাম,উত্তরজেলা যুবদলের সহ সম্পাদক এম কামাল উদ্দিন মাস্টার, ইফতেখার হোসেন রুবেল,ইউছুপ সাগর,মেহেদি হাসান টিপু,এজলাস মিয়া, নেছারুল হক পেয়ারু,আবদুল জাব্বার, রফিকুল কাদের,শ্রমিক দলের রাশেদ,খোরশেদ আলম, কামরুল পারভেজ,উত্তরজেলা যুবদলের হাসান তালুকদার, ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা জসিম উদ্দিন লিটন প্রমূখ।

‎যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী বলেন, যারা ন্যায়ের কথা বলতে পারেনা তাদের রাজনীতি করার দরকার নেই। দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে বুঝতে হবে সে কোন না অপরাধের সাথে জড়িত। ‎শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক কর্মীরা কোন অন্যায়ের সাথে আপোষ করতে পারেনা। ব্যবসাবান্ধব এ শিল্প এলাকার উন্নয়নে সবাইকে এক যোগে কাজ করতে হবে বলে জানান। অবৈধ কাজে বিএনপি কোন সহযোগিতা করবে না। কোন অপরাধের সাথে দলের কোন সদস্য জড়িত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ‎দলের নাম ভাঙিয়ে যারা বালি, মাদক ও দখল বানিজ্যের সাথে জড়িত হবে, তাদের আওয়ামী দোসর হিসেবে তিনি চিহ্নিত করেন।