বড় রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অবৈধ হয় না: সিইসি

নিউজ ডেস্ক।।
নির্বাচনে বড় বড় রাজনৈতিক দল অংশ না নিলে নির্বাচন অবৈধ হয় না। এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে আরএফইডির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি।

সিইসি বলেন, বড় বড় দল অংশ না নিলে নির্বাচন অশুদ্ধ বা অবৈধ হবে না। কিন্তু নির্বাচনের সার্বজনীনতা ও গ্রহণযোগ্যতা খর্ব হয়। তবে নির্বাচন স্বচ্ছ করতে আরও বেশি অংশগ্রহণমূলক ও ভোটার উপস্থিতি বাড়াতে হবে। এসময় স্থানীয় সরকার নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, তৃণমূল শক্তিশালী না হলে জাতীয় পর্যায়ও শক্তিশালী হবে না। নির্বাচন ভালো নাকি খারাপ হয়েছে, তা জনগণ ঠিক করবে বলেও মন্তব্য করেন কাজী হাবিবুল আউয়াল।
তথ্যসূত্র: যমুনা টিভি