অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে থানচি উপজেলা প্রশাসন

শহীদুল ইসলাম শহিদ।।
সম্প্রতি বান্দরবান জেলার থানচি উপজেলাধীন ধনরই পাড়া অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়।

উপজেলা প্রশাসন থেকে আক্রান্ত প্রতি পরিবারকে দুই বান্ডিল ডেউটিন, প্রতি বান্ডিল ডেউটিন এর সাথে ৩হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা। সাথে পরিবার প্রতি ত্রিশ কেজি চাউল।

এতে উপজেলা কমপ্লেক্স চত্বরে রবিবার ২৯জুন২০২৫, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপরোক্ত সামগ্রী প্রদান করেন, এসময় উপজেলা পি আইও মুশফিকুর রহমান। থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস গুপ্ত উপস্থিত ছিলেন।