অন্যায়-অত্যাচারের বিচার তারেক রহমান কে দেবো’-বান্দরবান বিএনপি’র সদস্য সচিব জাবেদ রেজা

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজা বলেছেন, যদি মনে করে থাকেন কাউকে লাগবে না, ধানের শীষে মানুষ এমনি ভোট দিয়ে দিবে, তাহলে ভুলে আছেন। কারণ এই সময় এখন আর নেই। আমরা সাত বার বান্দরবানে এমপি করতে পারিনি। তাই আমাদের একটা এমপি দরকার। আমরা যারা রাজনীতি করি, মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি করবো, বিএনপি যারা করে তারা কখনো রাজনীতি থেকে হারিয়ে যায়না। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সফরে এ কথা বলেন তিনি। এর আগে বিশাল রোড়শোতে অংশ নেন তিনি। পরে বাজার চত্বরে বক্তব্যে আরো বলেন, সামনে তফসিল ঘোষনা পর্যন্ত আমরা অপেক্ষা করব, এর ভিতর অনেক হুমকি ধমকি আসবে, আমাদের সকলকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। আমরা নিজেদের মধ্যে কোনো কথা কাটাকাটি কিছু করব না, আমাদের মধ্যে অনেক বিভেদ থাকতে পারে, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু আমরা সবাই ধানের শীষের প্রতীকের সাথে ঐক্যবদ্ধ। নিজের দলের প্রতীকের প্রতি কোনো আপোষ নেই, আজকে যারা আমাদের সাথে অন্যায় অত্যাচার করছে সেই বিচার আমি তারেক রহমান কে দিব, যদি সেই বিচার করতে গিয়ে পার্বত্য ৩০০নং আসনে যদি কোনো সিদ্ধান্ত পাল্টায় তবে আমরা সবাই তাকে স্যালুট করবো।