
মো.জয়নাল আবেদীন
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের বুলুপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃষ্ঠপোষকতা এবং অর্থায়নে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর এই উদ্যোগে স্থানীয় প্রায় ৭০-৮০ জন শিক্ষাবঞ্চিত কোমলমতি ছেলে-মেয়েরা লেখাপড়ার সুযোগ পাবে।
আজ, ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় পাড়া কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়ের প্রায় ৪০/৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রাথমিক শিক্ষার বই, খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদি শিক্ষা সহায়ক সামগ্রী, এবং বিস্কুট ও চকলেট বিতরণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের শেষ প্রান্তে অবস্থিত বুলুপাড়ার মতো অতি দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির এই স্বউদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা স্থানীয় ০৩টি পাড়ায় বসবাসরত প্রায় ৫০টি পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করবে। বিজিবি’র এই মহতী সামাজিক উদ্যোগের ফলে স্থানীয় হতদরিদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নের পথ প্রশস্ত হলো।
উল্লেখ্য, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদকদ্রব্য দমনের পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে নিয়মিত মানবিক কাজ করে আসছে। বিজিবি বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক অনুদান এবং দুর্যোগে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ়করণে বলিষ্ঠ ভূমিকা পালন করছে।