জাতীয় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে লামায় ৭দিন ব্যাপী কর্মসূচীর উদ্বোধন

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলায় সাতদিন ব্যাপী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণী সম্পদে হবে উন্নতি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

উপ-সহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ, সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা’সহ প্রমুখ। এতে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সফল খামারী সিদ্দিকুল আলম ডন।

এদিকে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে ৭দিন ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান, উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা বলেন, আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে ২৭ নভেম্বর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও রুপসীপাড়া ইউনিয়নে গবাদি পশু, হাঁস, মুরগিকে টিকা ও কৃমিনাশক প্রদান, ২৮ নভেম্বর প্রাণি সম্পদ সংশ্লিষ্ট কর্মক্রম ও ভ্রাম্যমান প্রচারণা, ২৯ নভেম্বর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরে কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, ৩০ নভেম্বর চাম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং,১ ডিসেস্বর তরুণ উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মত বিনিময় সভা ও ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান থাকবে বলে জানান।