
নিউজ ডেস্ক।।
বান্দরবানের থানচিতে সীমান্ত সড়ক নির্মানের পন্য পরিবহনে ব্যবহৃত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকালে থানচির বাকলাই সীমান্ত সড়কের ১১ কিলো নামক এলাকায় এ ঘটনা ঘটে।
থানচি ফায়ার সার্ভিস স্টেমনের ফায়ার ফাইটার হৃদয় হোসেন জানান, বেলা ৪টার সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন জানান, এ ঘটনা কেএনএফ সদস্যেরা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।
সূত্র: এনটিভি