নাইক্ষ্যংছড়ি ঝরনায় নিখোঁজ ছাত্র মেহরাবের লাশ চার দিন পর রেজু ব্রিজ এলাকা হতে উদ্ধার

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বরইতলী ঝরনায় বেড়াতে গিয়ে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া কিশোর মেহরাব হোসেনের (১৮) লাশ নিখোঁজের চার দিন পর রেজু ব্রিজ এলাকায় উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার চারদিন পর শুক্রবার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে রেজু খালের ব্রিজ এলাকায় তার লাশ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন বলে নিশ্চিত করেছেন মেহরাবের জেঠাতো ভাই সাজেদুল করিম। পরে লাশটি বাড়িতে আনা হয় এবং মরিচ্যা জামে মসজিদ কবরস্থানে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে গত ১৭ জুন (মঙ্গলবার) দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে বরইতলী ঝরনায় বেড়াতে গিয়ে পাহাড়ি ঢলের পানিতে ভেসে নিখোঁজ হন মেহরাব। তিনি চট্টগ্রামের একটি মাদরাসায় দাখিল দশম শ্রেণিতে অধ্যয়নরত এবং কুরআনের হাফেজ ছিলেন। তার বাড়ি কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকায়।

মেহরাবের মা ফরহানা বেগম জানান, “ছেলেটা কুরআনের হাফেজ ছিল। খুব ভদ্র ও ধর্মভীরু ছিল।”

স্থানীয় সূত্রে জানা যায়, মেহরাবসহ ১৮ জনের একটি বন্ধু দল মঙ্গলবার সকালে বড়ইতলী ঝরনায় ঘুরতে যায়। সেখানকার পাহাড়বেষ্টিত দুর্গম এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে তারা গোসল করেন। দুপুরের দিকে বাড়ি ফেরার পথে একটি পাহাড় ধসে পড়লে তারা কয়েকজন আটকে পড়েন। মেহরাব নিজেই কয়েকজনকে উদ্ধারে সহায়তা করেন। কিন্তু ঝরনার পাশের ছড়া পার হওয়ার সময় স্রোতে তিনি নিজেই ভেসে যান।

ঘটনার পরপরই নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের নির্দেশনায় ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল উদ্ধার অভিযান চালায়। টানা কয়েকদিনের চেষ্টায়ও মেহরাবের খোঁজ না মিললেও শুক্রবার তার লাশ ভেসে উঠে।