

মোঃ জয়নাল আবেদীন, আলীকদম: পবিত্র ঈদুল ফিতর- ২০২৪ খ্রীস্টাব্দ উপলক্ষ্যে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র বিশেষ উপহার হিসেবে ৪দিন ব্যাপী ভিজিএফ চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়। উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্ভোধন করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী।
এসময় উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিঃ অংশেথোয়াই মার্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাস, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম, কফিল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সচিব আবু হানিফ রাজু, ইউপি সদস্য, মোঃ বশির সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মেহনতী মানুষের কষ্ট লাঘব করতে সর্বদাই সচেষ্ট। তাই তিনি প্রতি বছরই সকল ধর্মালম্বীদের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ভাবে সহায়তা দিয়ে আসছে। এসময় নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম কফিল উদ্দিন বলেন, আমরা আপনাদেরকে চাউল বুঝিয়ে দেয়ার পর আপনারা চালগুলো মেপে ১০ কেজি নিশ্চিত করে নিবেন।
আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, এবার পবিত্র ঈদূল ফিতর উপলক্ষ্যে আলীকদম উপজেলার চারটি ইউনিয়ন ১৪,৪৭০টি পরিবার মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাউল বিতরণ করা হবে, ৩নং নয়াপাড়া ইউনিয়নে ২,২০০টি গরীর, অসহায়, দুঃস্থ পরিবারকে এই ভিজিএফ চাউলের সুবিধা পাবেন বলে তিনি জানান।