
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান সেনা রিজিয়নের আওতাধীন রেইচা সেনা চেকপোস্টে তল্লাশীকালে ৬ জন রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে। সেনা রিজিয়নের দেয়া এক প্রেস বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিবৃতিতে বলা হয়, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি এর নির্দেশনা মোতাবেক রেইচা আর্মি ক্যাম্পের চেক পোস্টে নিয়মিত তল্লাশী ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকালে বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করা হয়।
তল্লাশীকালে ৬ জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের জাতীয় পরিচয়পত্র দেখতে চাওয়া হলে তারা নিজেদেরকে বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় প্রদান করেন। এসময় ১. রহিমুল্লাহ (২৪),২. হাসিমোল্লা (৩৯),৩. হানিফ (২৫),৪. ইমাম হোসেন (২৭), ৫. সৈয়দ আলম (৩২),৬. মোঃ সাগের (২১) নামে রোহিঙ্গা নাগরিকদের আটক করে সেনা চেকপোস্টে দায়িত্বশীল সেনা সদস্য।
বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানান।
জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। বিবৃতিতে জানানো হয় জোন কমান্ডারের নির্দেশনা মোতাবেক এরূপ দ্রুত, পেশাদারী ও কার্যকর তৎপরতার মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বধ্যপরিকর