

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের মনোরম প্রাকৃতিক পরিবেশে শনিবার (১৮ অক্টোবর) দ্বিতীয়বারের মতো হাফ হিল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও বেটার রান এই তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নারী-পুরুষ, শিশু ও প্রবীণসহ মোট ৪৯০ জন দৌড়বিদ অংশ নেন। এর মধ্যে ৬৫ জন নারী দৌড়বিদ ছিলেন।
প্রতিযোগিতার সূচনা হয় সকাল ৬টায় বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠ থেকে। এরপর দৌড় চলে চিম্বুক সড়কের উঁচু-নিচু, আঁকা-বাকা পাহাড়ি পথে। শেষ হয় সকাল ১০টায়। পাহাড়ী সড়কে রোমাঞ্চকর এই ম্যারাথনে অংশ নিতে পেরে দৌড়বিদরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
হিলস রানার আয়োজিত বান্দরবান হিল হাফ ম্যারাথন সিজন-২-এর আহ্বায়ক শহীদুল ইসলাম সোহেল বলেন, ‘বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশ-বিদেশে তুলে ধরার পাশাপাশি স্থানীয় তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এই আয়োজন ধীরে ধীরে একটি বার্ষিক উৎসবের রূপ নিচ্ছে।’
এসময় রাজার মাঠে হিলস রানার এর আয়োজনে ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও বেটার রান এ তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪৯০ জন দৌড়বিদদের বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন সেনা রিজিয়নে ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান ও অতিথিবৃন্দরা।
প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সদর জোনের জোন কমান্ডার মোহাম্মদ হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সিকদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হিল হাফ ম্যারাথন উদযাপন কমিটি বান্দরবানের আহবায়ক শহিদুর রহমান সোহেল সহ ক্রীড়া প্রেমীরা।