

।। প্রতিনিধি, বান্দরবান।।
বান্দরবানে “শান্তির জন্য পানি ব্যবহার ” এই প্রতিপাদ্যে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বান্দরবানের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেস হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক চাই থোয়াইহলা চৌধুরী, সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক, পানি উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জীবনের জন্য পানির গুরুত্ব তুলে ধরেন এবং পানি ব্যবহারে সকলকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান।