বান্দরবানের ৩০০ নং আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের পদযাত্রা

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী বাতিল করে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও পদযাত্রা করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।

আজ সোমবার (১৭ নভেম্বর ) সকালে এই শান্তিপূর্ণ পদযাত্রা ও বিক্ষোভ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পদযাত্রায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মী অংশ নেন। “মনোনয়ন চাই জাবেদ রেজার জন্য”, “দলীয় প্রার্থী পরিবর্তন চাই” এমন নানা স্লোগানে মুখর ছিল পুরো শহর জুড়ে।

নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, “বান্দরবানের জনগণ ও তৃণমূল নেতাকর্মীরা জাবেদ রেজাকেই চান। তাই দলের স্বার্থে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে মনোনয়ন দেওয়ার দাবি জানাই।”তৃণমূলের মতামতকে গুরুত্ব দিতে হবে। অন্যথায় নেতা–কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে, যা নির্বাচনী মাঠে প্রতিফলিত হবে। আরও বলেন,ঘোষিত প্রার্থী এলাকার জনগণের কাছে গ্রহণযোগ্য নন এবং তৃণমূল মতামত উপেক্ষা করা হয়েছে। তৃণমূলের পছন্দের প্রার্থী হিসেবে দীর্ঘদিন দলের জন্য কাজ করা জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নাম প্রস্তাব করা হলেও তা বিবেচনায় নেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব।