
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের রেইচা আর্মি ক্যাম্পের তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে ০৮ লিটার দেশীয় মদসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে রেইচা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা সাঙ্গু পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের যাচাই-বাছাই করেন। এ সময় সেনা সদস্যরা পলিথিন ব্যাগ, বোতল ও স্যালাইন ব্যাগে ভর্তি মোট ০৮ লিটার দেশীয় মদ উদ্ধার করেন।
অভিযান চলাকালে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন ১️⃣ মোঃ ইব্রাহিম (৩৪), পূর্বের নাম নয়ন দাশ (নব মুসলমান), পিতা অরুণ দাস, সাং মালঘর, থানা পটিয়া, জেলা চট্টগ্রাম। ২️⃣ রুনা আক্তার (৩২), পিতা আবুল খায়ের, স্বামী মোঃ ইব্রাহিম, গ্রাম পাথরঘাটা, থানা কর্ণফুলী, জেলা চট্টগ্রাম।
সেনা সদস্যদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের ফলে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মদ এবং আটককৃত ব্যক্তিদের বান্দরবান সদর থানার কিলো-১ ডে-তে কর্তব্যরত অফিসার এসআই কৌশিক সরকারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রেইচা আর্মি ক্যাম্পের এই সফল অভিযান সেনাবাহিনীর সতর্কতা, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনকল্যাণ রক্ষায় নিবেদিতপ্রাণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।