

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শুরু টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ইং।
রবিবার (১২ অক্টোবর) সকালে লামার নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। টিকা কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।
অতিথি হিসেবে ছিলেন লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ উদ্দিন, এবং উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস সহ সরকারি বেসরকারি কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী’সহ প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “শিশুদের স্বাস্থ্য সুরক্ষা মানে আমাদের ভবিষ্যৎ সুরক্ষা। সরকার যে টিকাদান কর্মসূচি চালু করেছে।তা সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মঈন উদ্দিন বলেন,এই টিকাদান কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণ মূলক পদক্ষেপ। প্রশাসন সবসময় জনস্বাস্থ্য উন্নয়নের কার্যক্রমে পাশে থাকবে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম বলেন, উপজেলায় স্কুল পর্যায়ে ১০ দিন ধরে ১৯৪ টি কেন্দ্রে ২৫৭৯৬ জন শিশুকে টিকা দেয়া হবে। কমিউনিটি পর্যায়ে ১৪৩টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রে ১০৩০৭ জন শিশুকে টাইফয়েড টিকা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। অভিভাবকেরা তাদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে সন্তানদের টিকা দিতে পারবেন। এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ মাসব্যাপী চলবে।