লামায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় গলায় ফাঁস দিয়ে অংচাইং মার্মা (২৫) নামে একজন আত্মহত্যা করেছে। লামা পৌরসভার ১নং ওয়ার্ড চাম্পাতলী মার্মা পাড়া এলাকায় গতরাতে নিজ বাড়িতে আত্মহত্যা করে অংচাইং মার্মা।

বুধবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খবর পেয়ে লামা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।নিহতের স্বজনরা জানান, গত মাস দুয়েক আগে অংচাইং মার্মার স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যায়। অনেক চেষ্টা করেও স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে না পারায়, অভিমান করে গলায় ফাঁস দেয়। সে চাম্পাতলী মার্মা পাড়া এলাকার ক্যওহ্লাচিং মার্মার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। আইনী প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।