

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
বান্দরবান জেলার থানচি উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮বিজিবি বলিপাড়া জোন।
রবিবার (২৯ জুন) সকালে বিজিবি’র বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর উদ্যোগে উপজেলার বলিবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করেন,বলিপাড়া জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
শিক্ষা উপকরণের মধ্যে মাঝে,খাতা, কলম, ইরেজার, পেন্সিল, সাথে দেশ প্রেমে উজ্জীবিত হতে প্রতীক হিসেবে শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন সু শিক্ষিত নাগরিক দেশের সম্পদ, আইনশৃঙ্খলা নিরাপত্তার নিয়োজিত এর পাশাপাশি শিক্ষা কর্মকাণ্ডে সহযোগিতা চলমান থাকবে।