উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শনে পার্বত্য মন্ত্রণালয়ের সচিব

মো. গোলামুর রহমান, লংগদু।।
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহাজন পাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তিনি বিদ্যালয় দুটির অবকাঠামো, শিক্ষার পরিবেশ ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপির ERRD প্রকল্প–এর আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও ঘুরে দেখেন। তিনি কাজগুলোর মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস–চেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ সালেহ আহমেদ, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলীবৃন্দ, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ৪নং বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বশর, উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল হক বিদ্যালয়ের জন্য একটি বাউন্ডারি ওয়াল ও ছাত্রাবাস নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সচিব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
দিনের শেষাংশে সচিব বিদ্যালয় প্রাঙ্গণে একটি ঔষধি বৃক্ষ—নিম গাছের চারা—রোপণ করেন।