

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি
রাঙ্গামাটি পার্বত্য জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে জনসচেতনতামূলক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে কাউখালীতে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোরব) সকাল সাড়ে ১১টায় কাউখালি উপজেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এ কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা ফিল্ড সুপারভাইজার জনাব মোঃ জয়নুল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ পেয়ার আহমদ, সঞ্চালনায় হাফেজ মাওঃ মোঃ নুরুল হক, খতিব, কাউখালি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এর জন্য জনসচেতনতা বাড়াতে আলেম ওলামাদের বিশেষ ভূমিকা রয়েছে। আলেম-ওলামা ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় সচেতনতা ছড়িয়ে পড়বে শিশু কিশোরদের মধ্যে, আর এতে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
তিনি আরো বলেন, আপনাদের শিশু-কিশোরদের বয়স অনুযায়ী সরকারি টাইফয়েড টিকা দিন। রেজিস্ট্রেশন করে শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে যান এবং সরকারি সেবা গ্রহণ করুন। এই টিকায় কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে আপনার শিশুকে নিরাপদ রাখুন।
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মডেল কেয়ারটেকার মোঃ জহিরুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার মোঃ জসিম উদ্দিন, সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ মুছা, সাধারণ কেয়ারটেকার মোঃ আবুল বাশারসহ কাউখালি উপজেলার ইফা’র সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।