কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮ ফুট অতিক্রম করলে খুলে দেওয়া হবে কপাট 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
সপ্তাহ জুড়ে বৃষ্টি অব্যাহত থাকায় রাঙামাটির কাপ্তাই লেকে পানি উচ্চতা ১০৬ ফুট মীনস সি লেভেল এর কাছাকাছি পৌঁছেছে। যার ফলে রাঙামাটির সিম্বল হিসাবে খ্যাত রাঙামাটি ঝুলন্ত সেতু ইতিমধ্যে ডুবে গেছে। এছাড়া কাপ্তাই লেকের তীরবর্তী উপজেলা বরকল, লংগদু, বাঘাইছড়ি, বিলাইছড়ি উপজেলার কিছু কিছু নিন্মাঞ্চল ডুবে গেছে।

এদিকে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ( কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ বৃহস্পতিবার ( ৩১ জুলাই) সকাল ৯ টায় পর্যন্ত কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৫. ৭৭ ফুট মীনস সি লেভেল। এর আগে গতকাল বুধবার (৩০ জুলাই) কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৫. ৫৩ ফুট মীনস সি লেভেল। তিনি আরোও জানান, চলতি বছরের মধ্যে গত ২২ জুলাই প্রথমবারের মতো কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০০ ফুট মীনস সি লেভেল অতিক্রম করেছে। যে হারে বৃষ্টি হচ্ছে মুহূর্তে মুহূর্তে লেকের পানি বৃদ্ধি পাচ্ছে। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল, যদি লেকের পানি ১০৮ ফুট মীনস সি লেভেল অতিক্রম করে তাহলে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট পর্যায়ক্রমে খুলে দিয়ে আমরা লেক হতে কর্ণফুলি নদীতে পানি নির্গমন করবো। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সভা করে নোটিশ আকারে সর্ব সাধারণকে জানিয়ে দেওয়া হবে।

এদিকে পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট চালু রয়েছে বলে জানান কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯ টা পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বমোট ২শত ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তৎমধ্যে ১ ও ২ ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩নং ইউনিট হতে ৪৭ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।