

এম বাবুল, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি : পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “তারুণ্যের অংশগ্রহণ,খেলাধুলার মানোন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ৬ ( এপ্রিল) কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষ “কিন্নরী “তে সকাল ১১ টায় এ আলোচনা সব অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী। এ সময় তিনি বলেন, আমরা উপজেলা পর্যায়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করছি।যাতে করে বর্তমান সমাজের তরুণরা মাদকের প্রতি আসক্ত না হয়ে ক্রীড়া প্রেমী হয়ে ওঠে। খেলাধুলা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, এটা যেমন শরীরকে সু- সংগঠিত করে, তেমনি মনকে ভালো রাখে। আমাদের মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা,সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: খাইরুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ,মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সুপার ভাইজার সালেহ আহমেদ প্রমুখ। এ সময় কর্মকর্তারা জাতীয় পর্যায়ে খেলাধূলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।