

বাঘ্ইাছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির বাঘাইহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি) এর উদ্যোগে মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের আয়োজনে হাজাছড়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রুই, কাতল, মৃগেলসহ প্রায় ২ হাজার পোনা স্থানীয় জলাশয়ে ছেড়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে ৫৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ব্যাটালিয়নের কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক মোঃ কামাল হোসেন শেখসহ অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মৎস্য সম্পদ বৃদ্ধি ও পরিবেশ রক্ষার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের ফলে বেসামরিক মহলে বিজিবির ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।