
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রী পাড়ার দুটি কিডনি বিকল হওয়া শয়ন মজুমদারের চিকিৎসার জন্য আন নূর ফাউন্ডেশন এর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় অসুস্থ শয়ন মজুমদারের পিতা স্বপন মজুমদার এবং মাতা অনিমা মজুমদারের হাতে আন নূর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এই আর্থিক সহায়তা তুলে দেন।
শয়ন মজুমদারের মা জানান, শয়ন মজুমদারকে আমরা পারিবারিকভাবে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে দুবাই পাঠিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলের দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষেরও অধিক টাকার প্রয়োজন। এমতাবস্থায় আমরা সকলের সহযোগিতা কামনা করছি। শয়ন মজুমদারের সোনালি ব্যাংক একাউন্ট নাম্বার- ৫৪২১৩০১০০৮৩৭৩।