পার্বত্য সাংবাদিকতার পথিকৃৎ একেএম মকছুদ আহমেদের দাফন সম্পন্ন, শোক জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা

বশির আহমেদ বান্দরবান::
পার্বত্য সাংবাদিকতার পথিকৃৎ একেএম মকছুদ আহমেদের দাফন সম্মপন্ন। পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ ও অসংখ্য কৃতি সাংবাদিকের মেন্টর একেএম মকছুদ আহমেদ আর নেই।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি রাতে রাঙামাটি শহরে নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন।

প্রবীণ সাংবাদিক, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রথম দৈনিক পত্রিকা গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি সম্পাদক ও প্রকাশক একেএম মকছুদ আহমেদ এর মৃত্যু সংবাদ ছটিয়ে পড়লে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার সকালে মরহুম সাংবাদিকের মরদেহ রাঙামাটি প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সাংবাদিক, রাজনীতিক ও সর্বস্তরের নাগরিকগণ তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে স্টেডিয়ামে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৈত্রিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের মৃত্যুতে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র শোক প্রকাশ করেছেন।
প্রেসবার্তায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন- পার্বত্য চট্টগ্রামের কালজয়ী সাংবাদিক দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ.কে.এম. মকছুদ আহমেদ গতকাল রাত দশটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা

সাংবাদিক মকছুদ আহমেদ-এর মৃত্যুতে শোক প্রকাশ করে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, অর্ধ শতাব্দীকাল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিক এ.কে.এম. মকছুদ আহমেদ ছিলেন পার্বত্য চট্টগ্রামের সংবাদ মাধ্যমের এক কালজয়ী পুরুষ। এই মহান ব্যক্তির মৃত্যু পার্বত্যবাসী সংবাদ পিপাসুদের জন্য এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো।
মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।