পাহাড়ে নিরাপত্তা ও আস্থার নাম রাজনগর বিজিবি

মো.গোলামুর রহমান, লংগদু
জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রাজনগর জোন (৩৭ বিজিবি)। এরই অংশ হিসেবে বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতি উন্নয়নে জোন কাপ টুর্নামেন্ট এবং হতদরিদ্রদের জন্য মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করছে বিজিবি রাজনগর জোন।

পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া বেকার যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে রাজনগর জোন কর্তৃক ০৪ সপ্তাহ ব্যাপী কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে মোট ৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন রাঙ্গামাটি সেক্টর কমান্ডার। এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ০৩জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদানসহ সকল শিক্ষার্থীকেই সনদপত্র প্রদান করা হয়।

এছাড়া, স্থানীয় ০৬টি টিমের সমন্বয়ে জোন সদরে রাজনগর জোন কাপ ভলিবল টুর্নামেন্ট-২০২৫ পরিচালনা করে। ফাইনাল দিবসে বিজিবি, রাঙ্গামাটি সেক্টর কমান্ডার মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। ০৬টি টিমের মধ্যে সর্বাতলী বয়েজ ক্লাব এবং পূর্ব রাঙ্গীপাড়া একাদশ ফাইনালে উপনীত হয়।

রবিবার ১৬ নভেম্বর ২০২৫ তারিখ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সর্বাতলী বয়েজ ক্লাব, পূর্ব রাঙ্গীপাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি, শ্রেষ্ঠ খেলোয়াড়কে ক্রেস্ট এবং দলের খেলোয়াড়দের মাঝে মেডেলসহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন।

একই দিবসে সকাল ১০০০-১৪০০ ঘটিকা পর্যন্ত রাজনগর জোন সদরে রাজনগর জোনের মেডিকেল অফিসার, স্থানীয় বেসামরিক মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন এবং গাইনী বিশেষজ্ঞ ডা.ইরিন নাহার কর্তৃক মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২৩৪ জন (শিশু-৭৮, মহিলা-১২২ এবং পুরুষ ৩৪ জন) পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। এই বছরে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে রাজনগর জোন এলাকায় ৭৫৬ জন পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই উদ্দীপনাকে ধারণ করে রাজনগর জোন পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নানাবিধ সামাজিক কর্মকান্ড অত্যন্ত আন্তরিকতার সাথে পরিচালনা করে যাচ্ছে। রাজনগর জোন কর্তৃক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।